কমলা লেবু তৈরী করা এডোবি ইলাষ্টেটর দিয়ে


আজ আমরা এডোবি ইলাষ্টেটর দিয়ে পাকা কমলা লেবু তৈরী করা যায় কিভাবে তা দেখব। প্রথমে ইমেজটি দেখে নেওয়া যাক।

 

প্রথমে আমরা পেন টুল দিয়ে একটি ত্রিভুজ একে নিব।

 ত্রিভুজটি রোটেড করে নির্দিষ্ট দুরুত্বে ঘুরিয়ে Alt কি চেপে কপি করে নিন। এই কাজটি বার বার করার জন্য CTRL+D বাটন চাপুন।
এবার একটা ছোট্ট বৃত্ত আঁকতে হবে যেটাকে Align Tool ব্যবহার করে পূর্বের বৃত্তের মাঝখানে স্থাপন করুন এবং Pathfinder টুল ব্যবহার করে কেঁটে নিন। কাঁটার পূর্বে নিচের চিত্রের ন্যায় দেখাবে।
এবার সবগুলো শেপের কর্ণার গোলাকার করতে হবে। এটি করার জন্য আমরা নিচের কমান্ড প্রদান করবঃ
Effect > Stylize > Round Corner । কমান্ড দেওয়ার পর শেপটি নিচের চিত্রের ন্যায় দেখাবে। এখানে উল্লেখ্য যে আপনার পছন্দ অনুযায়ী কর্ণার গোলাকার করতে পারেন। আমি এখানে 15 ব্যবহার করেছি।
এবার গ্রাডিয়েন্ট টুল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় রঙ করুন।

 উপরের শেপটিকে হালকা বামে চেপে দিন এবং একটি অর্ধ বৃত্ত এঁকে বৃত্তকে উপরের শেপের পিছনে স্থাপন করতে করুন। স্থাপন করার পর অর্ধ বৃত্তটিকে প্রয়োজন অনুসারে Convert Anchor Point Tool (পেন টূলের মধ্যে রয়েছে) ব্যবহার করে ছোট বড় করে নিতে পারেন। নিচের চিত্র লক্ষ করুন।
এখন একটি ছোট্ট বৃত্ত এঁকে অর্ধ বৃত্তের ডানপাশে স্থাপন করুন যেটা দিয়ে আমরা লেবুর বোটা তৈরি করব।
পিছনের অর্ধ বৃত্ত এবং ডানপাশের বৃওকে Pathfinder টূলের Join অপশন ব্যবহার করে যুক্ত করুন। এটি করার পর নিচের চিত্রের ন্যায় শেপ পাবেন।
 এবার পাতা আঁকার পালা। পেন টুল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় একটি পাতা আঁকুন।
পাতাকে গ্রাডিয়েন্ট ইফেক্ট দিন। একই টুল (পেন) ব্যবহার করে পাতার শিরা আঁকুন।
পাতার একাধিক কপি নিয়ে আমাদের অংকিত লেবুর পিছনে স্থাপন করুন।
একটি ডিম্বাকার বৃত্ত এঁকে Gradient ইফেক্ট দিয়ে একটি পূর্ণাঙ্গ লেবু আঁকুন। এই পূর্ণাঙ্গ লেবুটিকে পাঠিয়ে দিন বর্তমান শেপের ঠিক পিছনে। ফলে এটিকে নিচের চিত্রের ন্যায় দেখাবে।
প্লেট আঁকার জন্য পেন টূল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় একটি রেখা আঁকুন। রেখার রঙ হবে লাল। এবং কমান্ড দিনঃ
Effect > 3D > Revolve > OK
যে থ্রী-ডি প্লেটটি তৈরি হবে তার মাঝে একটি বৃত্ত স্থাপন করুন। এটি যেকোন কালারের দিতে পারেন।
সর্বশেষ ধাপে প্লেটটিকে লেবুর পিছনে পাঠিয়ে দিন।







Post Author:

0 comments: