.COM Domain একদম ফ্রীতে নিয়ে নিন।


.COM Domain একদম ফ্রীতে নিয়ে নিন।
==============================
****আসসালামু আলাইকুম ****
আশাকরি সবাই ভালো আছেন।
দেখুন Free Domain কিভাবে নিতে হবে
একদম Free তে .com domain নিন।
কোনো টাকার দরকার নেই।
হ্যা, এখন যারা. com domain নিতে পারছেনা তারা Free তে .com domain নিতে পারবেন।
প্রথমে এখানে ক্লিক করুন
http://freedomainfactory.com/?join=603482
(বিঃ দ্রঃ আমার এই লিংকে সাইন আপ করলে ১০ পয়েন্ট ফ্রি পাবেন মোট ৫০ পয়েন্ট হলেই .com ওয়েব সাইট পেয়ে যাবেন। আর পয়েন্ট বাড়াতে আপনার বন্ধুদেরকে রেফার করুন)



Read more

Banglalink 3G Coverage Area বাংলালিংক 3G এখন ৬৪ জেলাতে



Banglalink 3G Coverage Areas. Now in all 64 districts of the country



Banglalink 3G Coverage Area 

Bandarban, Barguna, Barishal,Bhola, Bogra, Brahmanbaria, Chandpur, Chapainawabganj, Chittagong ,Chuadanga, Comilla,  Coxsbazar, Dhaka, Dinajpur, Faridpur, Feni, Gaibandha, Gazipur, Gopalganj, Habiganj, Jamalpur, Jessore, Jhalkati, Jhenaidaha, Jaipurhat, Khulna, Kishoreganj, Kustia, Laxmipur, Lalmonirhat, Madaripur, Magura, Manikganj, Meherpur, Munshiganj, Mymenshing, Naogaon, Narail, Narayanganj, Narshingdi, Natore, Netrokona, Nilphamari, Noakhali, Pabna, Panchagarh, Patuakhali, Pirojpur, Rajbari, Rajshahi, Rangpur, Sathkhira, Shariatpur, Sherpur, Sirajganj, Sylhet Tangail, Thakurgaon
Banglalink fastest 3G is now available in all 64 districts of the country.

DHAKA
  Adabor, agricultural university, azimpur, babubazar, badda, banani and banani dohs, bangla motor, bangshal, baridhara, baridhara dohs, bashabo, bashundhara, begum bazar, bhashantek, bijoy nagar, bijoy sarani, bonosree, dakkhinkhan, dhanmondi, east rampura, elephant road, eskaton,   faridabad, farmgate, gandaria, goran, green road,  gulshan, hatirpool, hatkhola, hazi camp,
hazrat shahjalal international airport, indira road, islampur, jatrabari, jigatala, jurain, kadamtali, kakrail, kallanpur, kamalapur, kamalapur rail station, kathalbagan, kawran bazar, kazipara, shewrapara, senpara, kafrul, khamarbari, khilgaon, khilkhet, killarmor, lalmatia,
madartek, maniknagar,  matikata, matuail, meradia, meraj nagar, mirpur and pallabi, mirpur road, mitford, mohakhali, mohammadpur r/a, monipuripara, motijheel,  mouchak,
mugdapara,  narinda,  nawabpur, nikunja,  nilkhet, new market, rajabazar, ramna,  rayer bazar,  rayerbag, saidabad ,  sanir akhra,  shahbagh, shahidbag,  shahidnagar,  shahjadpur, notun bazar,  shahjahanpur, shantibag, shegun bagicha,  shyampur r/a, tikatuli, uttara view,  uttarkhan,  wari,  west agargaon, west rampura, 





Natayanganj

b.b. road,  chashara,  deobagh, fatullah stadium, kalir bazar, narayanganj club,


Gazipur 

bhogra, bidc road, board bazar, borobari busstand,  brri, barc,  chandora,  dattapara, tongi, dewliabari, gazipur chowrasta, horinchaka,  jarun bazar, kancha bazar, kunia, maona chowrasta,  masterbari, millgate, pagar, sataish, shibbari more, west jaydevpur, zirani bazar,


Chittagong

bondor tilla, chakbazar, chittagong college road, epz, gosaidanga, jamlakhan more, maizpara,
middle halishahar, north and south patenga, saltgola crossing, agrabad commercial area, airport area, andarkilla, bahdderhat, baizid bostami bazar, bakalia, bhatiary, bibir hat, cda r/a, chaktai road, chandgaon, chandgaon r/a, cheragi pahar, chittagong medical college area, chittagong rail station, dewan bazar, double mooring, east nasirabad,  eidgah, fauzdarhat, feroz shaha colony, foys lake,
gec more, halishahar housing estate, kafco area, kalurghat, kazir dewri, khatunganj, asadganj, khulshi r/a,  laldighi, lalkhan bazar, mirjaganj, monsurabad, muradpur, nandan kanon, nasirabad i/a, new market, new mooring, north agrabad, oxygen more, pahartali, patenga sea beach area, purba bakalia, reazuddin bazar, tin puler matha, tin rastar more,


Sylhet
sylhet cadet college, airport road, sylhet main city, sylhet sadar east, sylhet sadar west,
  


Khulna

doulatkhan road, islambag, jahanabad cantonment, gilatola, jugifol bazar, khalishpur, khulna university, kotwali Khulna, kuet,  shiromoni bazar, sonadanga, telegathi,




Read more

ল্যাপটপ ব্যবহারে সতর্কতা

আসসালামু আলাইকুম। আমারা অনেকেই ল্যাপটপ কলের উপরে রেখে ব্যবহার করতে পছন্দ করি। কিন্তু ল্যাপটপ কোলের ওপর বা শরীরের কাছাকাছি রাখা স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকর, সম্প্রতি গবেষণা থেকে এটাই জানা গেছে ।

ল্যাপটপ এবং তার সঙ্গে ইন্টারনেটের ওয়াই ফাই রেডিয়েশন মানুষের শরীরে ভয়ানক প্রভাব ফেলতে পারে। ক্যান্সার, ত্বকের সমস্যা এই ধরনের অসুখ হওয়ার আশঙ্কা থাকতে পারে এই রেডিয়েশনের প্রভাবে। এর সঙ্গে সাম্প্রতিক এক গবেষণার ফল বলছে ওয়াই-ফাই প্রযুক্তির ল্যাপটপ ব্যবহারে শুক্রাণু সংখ্যা কমে যেতে পারে।

ল্যাপটপ ব্যবহারে যে গরম তৈরি হয় তাতে শরীরের উপর ক্ষতিকর প্রভাব পড়ে এবং তার সঙ্গে যদি ওয়াই-ফাই
সিগিন্যাল থাকে ল্যাপটপে তবে ক্ষতিকর প্রভাবের মাত্রা দ্বিগুণ হয়ে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ওয়াই-ফাই সিগনাল শরীরের উপর যে প্রভাব ফেলে তাতে সরাসরি দেহ কোষের ক্ষতি হয় এবং জেনেটিক কোডেও পরিবর্তন করতে পারে। গবেষকদের মতে, ওয়াই-ফাই প্রযুক্তি থেকে যে ইলেকট্রোম্যাগনে টিক তেজস্ক্রিয়া সৃষ্টি হয় এবং মানবশরীরে আসে এবং তার প্রভাবে ত্বকের বেশ কিছু পরিবর্তন হয়
যেগুলি দীর্ঘস্থায়ী, অন্যদিকে এই প্রভাবে প্রায় ১০ শতাংশ ক্ষেত্রে সঠিক ভাবে ডিএনএ তৈরি করতে পারে না শুক্রাণু। তাই ল্যাপটপের বদলে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার এবং ল্যাপটপ যতটা সম্ভব দূরে রেখে কাজ করা যায় ততই
ভালো থাকবে আপনার শরীর।


Read more

এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্তদের জন্য টেলিটকের ফ্রি সিম

 আসসালামু আলাইকুম। এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্তদের জন্য টেলিটকের ফ্রি সিম ও ষ্পেশাল নাম্বার এবার ও দেওয়া হবে।

দেশের সেরা মেধাবীদের জন্য টেলিটকের বিশেষ এই সিম যেটি আগামী প্যাকেজে তৈরী করা।

প্রতিবছরের ন্যায় এবারও এসএসসি-তে প্রায় ১লক্ষ ৪২হাজার জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের টেলিটক দিচ্ছে ফ্রি সংযোগ, বান্ডল অফারসহ দেশের সর্বনিম্ন ট্যারিফের সুবিধা।

সিম পেতে যা করনীয় :

১) প্রথমে টেলিটক মোবাইল নাম্বার থেকে GPA5<space<Board<space<Roll<space<Passing Year<spaceMobile No লিখে 16222 -এ SMS করতে হবে।

২) ফিরতি SMS -এ আগ্রহী তার নাম এবং একটি রেজিষ্ট্রেশন নম্বর পাবে।

৩) এরপর অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য http://gpa5.teletalk.com.bd -তে ভিজিট করে প্রয়োজনীয় সকল তথ্য অবশ্যই পুরন করতে হবে।

৪) রেজিষ্টেশন চলবে ২০/০৬/১৪ থেকে ২০/০৭/১৪ ইং তারিখ পর্যন্ত।



Read more

ব্লগষ্পটে হোম পেজের মত অন্য পেজ তৈরী

 আমরা যারা নতুন কোন ব্লগ সাইট তৈরী করি তাদের বিভিন্ন সময় পেজ তৈরী করতে অসুবিধা হয়। পেজ তৈরী করলে দেখা যায় হোম পেজের মত পেজ তৈরী করতে পারি না। হোম পেজে যেমন একটি পোষ্ট এর ৩-৪ লাইন তারপর রিড মোর থাকে অন্য পেজ গুলোতেও এমন করতে চাই কিন্তু অন্য পেজে ক্লিক করলে একটি পোষ্ট শেষ হলে অন্যটি শুরু হয় এই ভাবে পর্যায়ক্রমে চলে আসে। আজ আমি আপনাদের এই ঝামেলা থেকে মুক্তি দেব। কাজটি খুব সোজা আমরা যদি পেজের লিংকটিতে লেবেল এর লিংক দিয়ে দেই তাহলেই হবে।
চলুন শুরু করা যাক
প্রথমে ব্লগটিতে লে-আউট এ ক্লিক করুন। এবার যে লেবেলটি পেজে এড করতে চান সেই লেবেলে ক্লিক করুন এবার লিংটি কপি করে নিন

এখন লে-আউট থেকে এডিট এ ক্লিক করে পেজ ওপশন এ যান এখান থেকে Add external link এ ক্লিক করুন 

 Page title এ আপনার যে লেবেলটি পেজ বানাতে চান সেটি লিখুন এবং Web address (URL) তে লেবেল  URL
টি লিখুন। 

 এখানে মনে রাখতে হবে যে অগে থেকে যদি পেজ করা থাকে তাহলে টিক তুলে দিতে হবে। এবার সেভ দিন এবং রিলোড দিন। দেখুন আপনার লেবেল টি পেজ হয়ে যাবে।


Read more

উইন্ডোজ সেভেনের লোগো

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এডোবি ইলাষ্টেটর দিয়ে কিভাবে উইন্ডোজ সেভেনের লোগো তৈরী করা যায় তা দেখাব।
চলুন তবে শুরু করা যাক।
প্রথমেই Adobe Illustrator ওপেন করে A4 সাইজের একটি আর্টবোর্ড (পেজ) খুলুন। এবার Rectangle Tool এ ক্লিক করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করুন যার ফিল কালার যেকোন একটা এবং স্টোক কালার None করে দিন। সঠিকভাবে বর্গক্ষেত্র আঁকার জন্য কী-বোর্ডের Shift কী চেপে রেখে মাউস পয়েন্টার ডানে-নিচে টানুন। তাহলে নিচের চিত্রের ন্যায় বর্গক্ষেত্র অঙ্কিত হবে।


এবার বর্গক্ষেত্রটিকে ডিসিলেক্ট করে আবারো Rectangular Tool এ ক্লিক করে আগের আঁকা বর্গক্ষেত্রটির পাশে একটি রেখার ন্যায় আয়াতক্ষেত্র অঙ্কন করুন । সিলেক্ট করা অবস্থায় নিচের চিত্রের ন্যায় দেখাবে এবং খেয়াল রাখতে হবে এটি যেন আগের অঙ্কিত বর্গক্ষেত্রটির চেয়ে সামান লম্বা হয়, নিচের চিত্রের ন্যায়।
সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করে নিচের কমান্ড দিনঃ
Transform > Rotate (90 ডিগ্রী) > Copy

এর ফলে আগের দন্ডটি থেকে যাবে এবং পাশাপাশি আর একটি অনুভূমি দন্ড তৈরি হবে। এরপর দুইটি দন্ড একসাথে সিলেক্ট করে Pathfinder Tool থেকে Add to Shape are তে ক্লিক করে Expand করতে হবে।
Expand করার পর অনেকটা রেড ক্রস এর মত দেখতে মনে হবে। এখন উভয় শেপ  একত্রে সিলেক্ট করে  Align থেকে Horizontal Align Center এবং Vertical Align Center এ ক্লিক করে পরষ্পরকে পরষ্পরের মাঝখানে আনতে হবে। নিচের চিত্রের ন্যায়।

এবার Effect > Warp > Flag কমান্ড দিলে একটি ডায়ালগ বক্স আসবে। এখানে Bend: -12, Horizontal: 0, Vertical: 0 দিয়ে ওকে করুন।

এবার Pathfinder এর দ্বিতীয় টুল দিয়ে কাটুন এবং মাউসের ডান বাটনে ক্লিক করে Release from compound path এ ক্লিক করে সামান্য ডানে বাঁকান।



এবার Gradient এবং eyedropper tool দিয়ে নিচের চিত্রের ন্যায় gradient ইফেক্ট দিন।
এবার শুধু pen টুলের কাজ। পেন টুল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় অংকন করতে হবে।
একইভাবে অন্যান্য শেপগুলোতেও আঁকুন।




Read more

কমলা লেবু তৈরী করা এডোবি ইলাষ্টেটর দিয়ে


আজ আমরা এডোবি ইলাষ্টেটর দিয়ে পাকা কমলা লেবু তৈরী করা যায় কিভাবে তা দেখব। প্রথমে ইমেজটি দেখে নেওয়া যাক।

 

প্রথমে আমরা পেন টুল দিয়ে একটি ত্রিভুজ একে নিব।

 ত্রিভুজটি রোটেড করে নির্দিষ্ট দুরুত্বে ঘুরিয়ে Alt কি চেপে কপি করে নিন। এই কাজটি বার বার করার জন্য CTRL+D বাটন চাপুন।
এবার একটা ছোট্ট বৃত্ত আঁকতে হবে যেটাকে Align Tool ব্যবহার করে পূর্বের বৃত্তের মাঝখানে স্থাপন করুন এবং Pathfinder টুল ব্যবহার করে কেঁটে নিন। কাঁটার পূর্বে নিচের চিত্রের ন্যায় দেখাবে।
এবার সবগুলো শেপের কর্ণার গোলাকার করতে হবে। এটি করার জন্য আমরা নিচের কমান্ড প্রদান করবঃ
Effect > Stylize > Round Corner । কমান্ড দেওয়ার পর শেপটি নিচের চিত্রের ন্যায় দেখাবে। এখানে উল্লেখ্য যে আপনার পছন্দ অনুযায়ী কর্ণার গোলাকার করতে পারেন। আমি এখানে 15 ব্যবহার করেছি।
এবার গ্রাডিয়েন্ট টুল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় রঙ করুন।

 উপরের শেপটিকে হালকা বামে চেপে দিন এবং একটি অর্ধ বৃত্ত এঁকে বৃত্তকে উপরের শেপের পিছনে স্থাপন করতে করুন। স্থাপন করার পর অর্ধ বৃত্তটিকে প্রয়োজন অনুসারে Convert Anchor Point Tool (পেন টূলের মধ্যে রয়েছে) ব্যবহার করে ছোট বড় করে নিতে পারেন। নিচের চিত্র লক্ষ করুন।
এখন একটি ছোট্ট বৃত্ত এঁকে অর্ধ বৃত্তের ডানপাশে স্থাপন করুন যেটা দিয়ে আমরা লেবুর বোটা তৈরি করব।
পিছনের অর্ধ বৃত্ত এবং ডানপাশের বৃওকে Pathfinder টূলের Join অপশন ব্যবহার করে যুক্ত করুন। এটি করার পর নিচের চিত্রের ন্যায় শেপ পাবেন।
 এবার পাতা আঁকার পালা। পেন টুল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় একটি পাতা আঁকুন।
পাতাকে গ্রাডিয়েন্ট ইফেক্ট দিন। একই টুল (পেন) ব্যবহার করে পাতার শিরা আঁকুন।
পাতার একাধিক কপি নিয়ে আমাদের অংকিত লেবুর পিছনে স্থাপন করুন।
একটি ডিম্বাকার বৃত্ত এঁকে Gradient ইফেক্ট দিয়ে একটি পূর্ণাঙ্গ লেবু আঁকুন। এই পূর্ণাঙ্গ লেবুটিকে পাঠিয়ে দিন বর্তমান শেপের ঠিক পিছনে। ফলে এটিকে নিচের চিত্রের ন্যায় দেখাবে।
প্লেট আঁকার জন্য পেন টূল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় একটি রেখা আঁকুন। রেখার রঙ হবে লাল। এবং কমান্ড দিনঃ
Effect > 3D > Revolve > OK
যে থ্রী-ডি প্লেটটি তৈরি হবে তার মাঝে একটি বৃত্ত স্থাপন করুন। এটি যেকোন কালারের দিতে পারেন।
সর্বশেষ ধাপে প্লেটটিকে লেবুর পিছনে পাঠিয়ে দিন।





Read more

জিপি সিম দিয়ে পিসি তে ফ্রী নেট চালান ( আপডেট )

আমারা অনেকেই জিপিতে ফ্রি নেট ব্যবহার করতাম। কিন্তু কিছুদিন হল তা বন্ধ হয়ে যায়। তাই আবার নিয়ে এলাম কিভাবে জিপিতে ফ্রি নেট ব্যবহারের টিপ্স।
প্রথমেই আপনার মডেম বা পিসি সুইট
apn : gpwap

দ্বারা কানেক্ট করুন
এবার এখান থেকে ডাউনলোড করা ফাইলটি ওপেন করুন 

 ব্রাউজার প্রক্সি বসান: 127.0.0.1
পোরট দিন : 8080
এবার simple server টা ওপেন করে করে রাখুন।
বি দ্র : যেকোন একটি পেকেজ চালু রাখুন 3জি তে বেশী স্পীড পাওয়া যাবে।



Read more

গ্রামীণ সিমে ফ্রী ইন্টারনেট চালান খুব সহজে

আমি আপনাদের মাজে আজ একটা টিপস নিয়ে আসেছি, কিভাবে গ্রামীণ সিমে ফ্রী ইন্টারনেট চালাবেন। এই টিপস দিয়ে আপনি খুব সহজে ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন। চলুন দেখা যাক, কি ভাবে ফ্রী ইন্টারনেট চালানো যায়।

যা যা লাগবেঃ

  • একটা GP SIM Package চালু থাকতে হবে। 
  • একটা মডেম। 
  • পিসি।

    GP Free Net For PC Using TG HTTP – High Speed/3G:

    প্রথমে সফটওয়্যারগুলি ডাউনলোড করে নিন। তারপর পিসিতে ইন্সটল দিন এবং TG HTTP window. Click File > Load Config File. Open the config file from Desktop  এ ক্লিক করুন। Click Start button  এ দিয়ে Proxy 127.0.0.1:8080 এবং Port 8080 দিন। এখন Minimize TG HTTP করুন। নিচের পিকচার এর মত কাজ করুন।

    ডাউনলোড - TG HTTP সফটওয়ার 

     

    • Download and Install TG HTTP (TG-HTTP_1.2 Setup.exe).
    • Then Download tg-http-config.cfg and put it on Desktop.
    • On TG HTTP window. Click File > Load Config File. Open the config file from Desktop.
    • Click Start button to start using GP Free Net via 127.0.0.1:8080.
    • Minimize TG HTTP window (After clicking minimize TG HTTP will go to the notification area).

     



Read more

Airtel free net„যাদের mb কাঁটছে বা ভাল ভাবে চলাতে পারছেন্না তারা এই post টি দেখুন।

আস্ছালামু আলাইকুম
অনেকেই mb প্যক [১৭-৫০টাকায় ১৫ mb ৩দিন মেয়াদ অথবা ৩৫ টাকায় ৩০mb মেয়াত ৭ দিন] কিনে ফ্রি চলান । কিন্তু দেখাযায় ৫০-১০০ use না করতেই mb কোথায় যেন হারিয়ে যায়। এই টিউনটি পুরুন সকল সমস্যর সমাধান হবে ইনশাআল্লা
কাজের ধাপ [১]
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
প্রথমে ১টা প্যক কিনুন! সাবধান কোন প্যক কিনবেন্না ১৭ টাকা রির্চাচ করুন তাহলে ১৭ mb চলে আসবে যার মেয়াদ ৭দিন.. । মানে আপনি ১৭ টাকায় ৭দিন আর মাএ ৬৮ টাকায় ১মাস নেট চালাতে পারবেন...।।।
কাজের ধাপ [২]
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
নিচের মত setting টা করে নিন
Name:itpagla.tk
Proxy:141.0.11.253
port:80
apn:internet
তারপর নিচের ওপেরা মিনি টা ডাওনলোড করুন
http://proxyzone.tk/software/view/12342318
তার পর ইনস্টাল দিন...
unlock code
www. nextwap.net
operata on হবে এবং অনেক গুলু option আছে নিচের
মতো setting করুন
front query তে শুধু লিখুন
103.4.145.81/
এবং
proxy.: http
proxy server: 103.4.145.81
কাজের ধাপ [৩]
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
আর এটাই হল MB বাচাঁনর প্রধান কাজ..এই কাজটি কিন্তু মন দিয়ে করতে হবে।..কিন্তু ব্যপারটা খুব সহজ....। শুরু কারা যাক. খেয়াল করুন আমরা যখন প্রথমে opera তে প্রবেশ করি তখন অনেক গুলো option আসে। কিন্তু পরবর্তিতে আর সেই option টি আসেনা।।। আমাদের কে সেই option টি ফিরিয়ে আনতে হবে  যে ভাবাবে ফিরিয়ে আনবেন.
 নিচের মত করুন:
setting>apps//application এ যান এক দম নিচের দিগে দেখবেন [proxyzone 7handlr ] নামের অপেরা পাবেন..ওইটাটা click করুন তার পর ৪-৫ টা option আসবে
ওখান থেকে force stop/force close করে দিন..।তার পর opera তে যান কিছু option আসবে কিছু change না করে ok দিন..। আর ফ্রি চলান দেখি কেমনে mb কাটে!!!
[মোট কথা আপনি যত বার নেট চালানোর জন্য অপেরাতে যাবেন তার আগে আপনেকে force stop করে নিতে হবে।তার পর অপেরাতে যেতে হবে]
আশা করি সফল হবেন ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন্না.....



Read more